, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

ভারতে আটক করা হল ১৪ বাংলাদেশীকে

প্রকাশ: ২০১৯-০১-০৯ ১৮:৫৬:৩৭ || আপডেট: ২০১৯-০১-০৯ ১৯:০৪:১৪

Spread the love

অবৈধভাবে অবস্থান করার অভিযোগে ভারতে আটক করা হয়েছে ১৪ বাংলাদেশীকে। আহমেদাবাদের দানিলিমদা এলাকায় সুয়েজ ফার্ম নামের একটি প্রতিষ্ঠান থেকে তাদেরকে মঙ্গলবার আটক করেছে অপরাধ বিভাগের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)।

এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এসওজি বিবৃতিতে ওই ১৪ জনের নাম প্রকাশ করেছে।

পুলিশ বলছে আটকের সময় তাদের নিকট ৯ লাখ টাকা ও বেশ কিছু স্বর্ণ জব্দ করা হয়েছে।

এইদিকে আহমেদাবাদের বেশকটি নিউজে আটক বাংলাদেশীদের ক্রিমিনাল গ্যাং আখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে।

তবে লোকাল পুলিশের দাবী এইসব বাংলাদেশীরা শ্রমিক হিসাবে কাজ আসছিল, তবে তাদের কারো নিকট ভারতীয় ভিসা নেই বলে জানিয়েছে পুলিশ।

তারা হলো জুলফিকার রহমান (২৪), আখতারুল মজিদ (২৮), মতিয়ার ফজল গাজি (৩৪), মোহাম্মদ হামিম আবদুল হক ফকির (২৬), ফকির আজিজ শেখ (৪৫), আশরাফুল মোল্লা (৩৫), আরিফ শেখ (৩০), মোহাম্মদ আনিস (৫১), ফারুক মোল্লা (২৪), ইব্রাহিম শেখ (২৫), জামাল আসাফ সাদর (৩০, মোহাম্মদ লিয়াকত খান (২৫), মোহাম্মদ আলামিন (২৪) ও সাগর মোড়ল (২৫)। তারা শ্রমিক হিসেবে কাজ করছিলেন এবং দলবদ্ধ হয়ে অবস্থান করছিলেন নারোদা, ওধ্বাভ ও ভাতভা এলাকায়।

Logo-orginal