, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

মোদী মিথ্যাবাদী চৌকিদার, আমি মানুষের পাহারাদার: মমতা

প্রকাশ: ২০১৯-০১-৩১ ১৮:৫২:০৭ || আপডেট: ২০১৯-০১-৩১ ১৮:৫২:০৭

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘মিথ্যাবাদী চৌকিদার’ এবং নিজেকে ‘জনগণের পাহারাদার’ বলে তুলনা টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গেই বিজেপিকে চিহ্নিত করলেন ‘চোর-ডাকাত’এর দল বলে। মমতার বক্তব্য, ‘‘বিজেপি এই রাজ্যে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করছে। মানুষকে ভাঁওতা দিচ্ছে।’’

বুধবার রামপুরহাটে প্রশাসনিক সভায় বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ছিলেন আগাগোড়া আক্রমণাত্মক। মোদী-শাহ থেকে শুরু করে বিজেপিকে ‘চোর-ডাকাত-গুন্ডা-মিথ্যেবাদী’ সবই বলেছেন তিনি। প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলে বলেছেন, ‘‘তোমরা চোর-ডাকাতের দল। তোমার মতো মিথ্যে কথা বলা চৌকিদার আমি নই। ১৫ লক্ষ টাকা করে ব্যাঙ্কে দিয়ে দেব বলি না। জনগণের টাকা লুঠ করি না।’’ এর পরেই জনগণের উদ্দেশে মমতার সতর্কবাণী, ‘‘আমি মানুষের পাহারাদার। আমি আছি বলে এ রাজ্যে কোনও আঁচ পান না আপনারা। দেশে কী হচ্ছে রাজ্যের মানুষকে বুঝতে দিই না। আগলে রাখি।

রাজ্যের প্রকল্প বনাম কেন্দ্রের প্রকল্প নিয়ে চাপানউতোরেও এ দিন মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। কয়েক দিন আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্যে এসে পকেট থেকে তালিকা বার করে দাবি করেছিলেন কেন্দ্রের শতাধিক জনকল্যাণমূলক প্রকল্প এখানে রাজ্য সরকার নিজেদের মতো করে ব্যবহার করছে, অথবা করতে দিচ্ছে না।

এ দিন মুখ্যমন্ত্রী রামপুরহাটে প্রশাসনিক সভায় দাঁড়িয়ে বিজেপির ওই দাবি কার্যত তুলোধোনা করে প্রকল্পের নাম ধরে ধরে জানিয়ে দেন, কেন্দ্র তাদের প্রকল্প করার বহু আগে থেকেই রাজ্য প্রকল্পগুলি শুরু করে দিয়েছে। প্রবল আর্থিক চাপ, কেন্দ্রের দেনা ইত্যাদি শোধ করতে হলেও প্রকল্পগুলি বন্ধ হয়নি, বরং নতুন নতুন সংযোজন হচ্ছে। উৎসঃ আনন্দবাজার,

Logo-orginal