, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

যেভাবে হত্যা করা হয় প্রবাসী মহিনকে

প্রকাশ: ২০১৯-০১-২৫ ২১:২২:০৫ || আপডেট: ২০১৯-০১-২৫ ২১:২২:০৫

Spread the love

দক্ষিণ আফ্রিকার নর্থ-ওয়েস্ট প্রভিন্সে এক বাংলাদেশিকে গুলি করে হত্যার পর লাশ ফ্রিজে রেখে পালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার নর্থ-ওয়েস্ট প্রভিন্সের রাস্টেনবার্গ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই বাংলাদেশির নাম মহিন উদ্দিন (৪০)। তিনি ফেনীর দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রদ্বীপ গ্রামের তনু মিয়ার ছেলে। মহিন পেশায় একজন মুদি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে নিহতের ভাই হুমায়ুন কবির বলেন, ‌‘কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা বেশ কিছুদিন ধরে চাঁদার জন্য ভাইয়াকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। গত বুধবার রাতে সন্ত্রাসীরা মহিনের দোকানে হামলা করে লুটপাট শুরু করে। মহিন বাধা দিলে তাকে গুলি করে মেরে লাশ ফ্রিজে রেখে তারা চলে যায়।‌ বৃহস্পতিবার স্থানীয়রা দোকানের ফ্রিজের ভেতরে তার গুলিবিদ্ধ লাশ পায়।’

এদিকে পরিবারের বড় সন্তানকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন মহিনের বাবা-মা। মাহিনের মরদেহ দ্রুত দেশে আনতে পরিবারটি সরকারের সহযোগিতা চেয়েছে বলে দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রায়হান জানান।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সরকারের হিসাবে সেখানে বসবাসরত বিদেশি নাগরিকের সংখ্যা ২০ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে প্রায় পৌনে এক লাখ বাংলাদেশি রয়েছেন। তাদের অধিকাংশই মুদি দোকান, মোবাইল ফোন বা ইলেক্ট্রনিক্সের দোকান চালান। কেউ কেউ রেস্তোঁরা ব্যবসার সঙ্গেও জড়িত ।

তবে, আফ্রিকার এই দেশটি প্রবাসীদের জন্য ক্রমশ অনিরাপদ হয়ে উঠছে। প্রবাসীদের দোকানে ডাকাতি, চাঁদার দাবিতে অপহরণ বা হত্যা সেখানে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কেবল ২০১৮ সালেই শতাধিক প্রবাসী সেখানে এ ধরনের ঘটনায় নিহত হয়েছেন, যাদের অনেকেই বাংলাদেশি।উৎসঃ আমাদের সময়।

Logo-orginal