, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

সতর্ক থাকুন, তেল চুরি করতে চায় আমেরিকা: মাদুরো

প্রকাশ: ২০১৯-০১-২৯ ১৭:৩১:৫২ || আপডেট: ২০১৯-০১-২৯ ১৭:৩১:৫২

Spread the love

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তার দেশের তেল সম্পদ চুরি করতে চায় আমেরিকা; এজন্য তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। তিনি বলেন, দেশের প্রধান তেল রপ্তানিকারক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়ে তেল থেকে আসা আয় বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইডোর মাধ্যমে তারা চুরি করতে চায়।

মাদুরো প্রতিশ্রুতি ব্যক্তি করে বলেন, তার দেশের তেল কোম্পানির ওপর আমেরিকার দেয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন করে ভেনিজুয়েলার তেল কোম্পানি পেট্রোলিওস ডি ভেনিজুয়েলা’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ বিষয়ে সতর্ক থাকার জন্য মাদুরো তার দেশের জনগণের প্রতি আহ্বান জানান।

এদিকে, ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো টুইটার পোস্টে বলেছেন, তার দেশের সেনারা মাতৃভূমি রক্ষার জন্য জীবন দিতেও প্রস্তুত রয়েছে। তিনি বলেনে, “আমরা দেশকে কারো কাছে হস্তান্তর করব না।”

এর একদিন আগে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বেরিয়েছে যে, ভেনিজুয়েলার বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে আমেরিকা।# পার্সটুডে,

Logo-orginal