, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin admin

সৌদির কারাগারে মারা গেলেন বন্দী শাঈখ আল আমরি

প্রকাশ: ২০১৯-০১-২২ ০০:০৯:১৬ || আপডেট: ২০১৯-০১-২২ ০০:০৯:১৬

Spread the love

সৌদিআরবের বিশিষ্ট আলেমেদ্বীন শায়খ আহমদ আল-আমারী কারাগারে বন্দী অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগের কারণে তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

তবে গত ১৪ জানুয়ারী এক টুইট বার্তায় শাঈখের শরীরে বিষযুক্ত ইনজেকশান দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

সৌদির আলোচিত টুইট একাউন্ট “মু’তাকিললির রায়”এর বরাত দিয়ে আল-জাজিরা খবর প্রকাশ করেছে,ক্রাউন প্রিন্স বিন সালমান রাজনৈতিক প্রতিহিংসা বশত শায়খ আহমদ আল-আমারীসহ বিভিন্ন সময় আরো অনেক বিশিষ্ট আলেম এবং দায়ীদেরকে গ্রেফতার করে। এদের মধ্যে কারাগারে “মৃত্যুবরণ” এর ঘটনা ঘটলো এই প্রথম।

অবশ্য, তার মৃত্যুর বিষয়ে সৌদিআরবের রাষ্ট্রীয় গণমাধ্যম এখন পর্যন্ত নিরব রয়েছে।

উল্লেখ্য, শায়খ আহমদ আল-আমারী মদীনা ইউনিভারসিটির কোরআন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালনের সময় রাষ্ট্রীয় প্রশাসন কর্তৃক আটক হন।

Logo-orginal