, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

হায়রে প্রবাসী” সকালে দেশে যাওয়ার কথা যার, ঘুমে সে চলে গেল পরপারে

প্রকাশ: ২০১৯-০১-১২ ০০:৩৪:০৪ || আপডেট: ২০১৯-০১-১২ ০০:৩৪:০৪

Spread the love

হে প্রবাস তুমি এত নিষ্ঠুর কেনো? সৌদি আরবে বসবাসরত প্রবাসী অরজু হাসান (৪২) শক্রবার সকলে ফ্লাইট কেটে ছিলেন বাংলাদেশে আসার জন্য কিন্তু তার সেই স্বপ্নের সকাল আর দেখা হয়নি হতভাগা

এই রেমিট্যান্সে যোদ্ধার। তিনি প্রতিদিনের মত রাতে ঘুমাতে যান এবং ঘুমের মধ্যে ‍তিনি প্রাণঘাতী হৃদরোগে মারা যান।

হতভাগা এই রেমিট্যান্সে যোদ্ধার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর থানা, দরিকান্দি ইউনিয়নে।

তিনি দুই সন্তানের বাবা। প্রবাসী অরজু হাসানের রোমমেট জানান যে ’১১-০১-২০১৯ শক্রবার সকালে হাসানের ফ্লাইট ছিল, তাই তিনি লাগেজ গুছিয়ে রেখেছিলেন দেশে যাওয়ার আশায়।

প্রতিদিনের মত তিনি ঘুমাতে যান, সকালে বেশি দেরি হওয়াতে দেখে আমি তাকে ঘুম থেকে তুলতে গিয়ে দেখি তিনি মারা গেছেন।’

নিষ্ঠুর এ প্রবাস জীবন থেকে হতভাগা এ এ রেমিট্যান্সে যোদ্ধাকে পরিবারের মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যেতে হলো। #সংগৃহীত।

Logo-orginal