, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

৬০০০ হাজার রিয়াল বেতন পাওয়া বিদেশী নাগরিকের একাউন্টে ১৩ মিলিয়ন রিয়ালে তোলপাড়

প্রকাশ: ২০১৯-০১-০২ ০১:১২:৫৪ || আপডেট: ২০১৯-০১-০২ ০১:১২:৫৪

Spread the love

সৌদিআরবঃ ৬০০০ হাজার রিয়াল বেতন পাওয়া বিদেশী নাগরিকের ব্যাংক একাউন্টে পাওয়া গেল ১৩ মিলিয়ন সৌদি রিয়াল।

এমন খবর প্রকাশের সাথ সাথে পুরো সৌদিআরব জুড়ে তোলপাড় শুরু হয়েছে, সবার প্রশ্ন একটি এত ইনকাম হল কেমনে?

সোমবার (৩১ ডিসেম্বর) জিদ্দার একটি ব্যাংকের হিসাবে ১৩ মিলিয়ন রিয়ালের সন্ধান পায় দেশটির গোয়েন্দা পুলিশ।

সৌদি গেজেটের বরাত দিয়ে বেশ কটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত তথ্যে জানাযায়, এক বিদেশী নাগরিক তার স্ত্রী নামে খোলা ব্যাংক হিসাবে দেড় বছর থেকে এই সৌদি মুদ্রা জমা করে। মোট পরিমান ১৩ মিলিয়ন রিয়াল।

পুলিশ বলছে যে ব্যাক্তি ১৩ মিলিয়ন রিয়ালের মালিক, তার মাসিক বেতন ৬০০০ রিয়াল।

তবে সাময়িক তদন্তে কতৃপক্ষ অনেকটা নিশ্চিত যে বিদেশী এই নাগরিক ইন্টারনেট ব্যবসায় জড়িত ছিল।

আরাবিয়ান বিদেশী ১৩ মিলিয়নের মালিককে আটক ও সম্পুর্ন রিয়ালগুলি জব্দ করেছে জিদ্দা পুলিশ।

Logo-orginal