, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতের আবাসিক এলাকায় বসবাসরত ব্যাচেলারদের সরিয়ে নেওয়া হবে”

প্রকাশ: ২০১৯-০২-০৭ ১১:৫০:০৯ || আপডেট: ২০১৯-০২-০৭ ১১:৫৪:২০

Spread the love

কুয়েত সিটিঃ আবাসিক এলাকায় বসবাসরত বিদেশী ব্যাচেলার নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে কুয়েতের স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়।

৬ ফেব্রুয়ারি ( বুধবার) আরবী দৈনিক আল রাইয়ের বরাত দিয়ে ইংরেজী দৈনিক আরব টাইমসে এই সংবাদ প্রকাশিত হয়েছে।

আওকাফ ও মন্ত্রিপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী ফাহাদ আল-শুয়্লাহার সুত্রে প্রকাশ,কুয়েতে বসবাসরত ব্যাচেলরদের জীবন মান ও বিভিন্ন ঘটনা নিয়ন্ত্রণের জন্য গঠিত কমিটির কার্যক্রম এবং প্রতিবেদনগুলি বাস্তবায়ন করা হবে।

তিনি জোর দিয়ে বলেন যে, কুয়েত পৌরসভার সব বেসরকারি আবাসিক এলাকা থেকে ব্যাচেলারদের সরিয়ে নিতে কাজ করছে কমিটি।

বেসরকারি আবাসিক এলাকায় বসবাসকারী ব্যাচেলারদের নিষিদ্ধ করার আইন নম্বর ১২৫/১৯৯২ প্রয়োগের জন্য কমিটি গঠন করা হয়েছিল।

মন্ত্রী বলেন, শীঘ্রই এই পরিকল্পনার বাস্তবায়ন করা হবে।

কুয়েত পৌরসভা ও বাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই সমস্যা সফলভাবে সমাধান করিবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী।

Logo-orginal