, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

admin admin

তামির অনবদ্য ব্যাটিং ঝড়ে বিপিএল চ্যাম্পিয়ান কুমিল্লা

প্রকাশ: ২০১৯-০২-০৮ ২৩:০৬:৫৮ || আপডেট: ২০১৯-০২-০৮ ২৩:০৬:৫৮

Spread the love

ক্রীড়া ডেস্কঃ তামির অনবদ্য ব্যাটিং ঝড়ে বিপিএল চ্যাম্পিয়ান কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় মিরপুরের শেরো বাংরা স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করে তিন উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার দেওয়া ২০০ রানের টার্গেটে খেলতে নেমে ১৮২ রানে থমকে যায় সাকিবদের ইনিংস। ১৭ রানে পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়ে ঢাকা।

জিতবে ঢাকা দেখবে দেশ’ সুন্দর এই স্লোগানটি ঢাকা ডায়নামাইটসের। কিন্তু স্লোগানটিকে মিথ্যা প্রমাণ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরের ফাইনালে ঢাকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সমর্থকরা হয়তো এখন মহাউল্লাসে গাইছেন ‘জিতল কুমিল্লা দেখল দেশ’, হয়তো ঢাকার সমর্থকদের সঙ্গে ঠাট্টাও করছেন এ স্লোগান দিয়ে।

বিপিএলের ষষ্ঠ আসরে এসে প্রথমবারের মতো ফাইনাল খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। নিজের প্রথম ফাইনালে এসেই দেখা পেলেন টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি। পেয়েছেন চ্যম্পিয়ন হওয়ার স্বাদও। মাত্র ৫০ বলে সাতটি ছয় ও আটটি চারের মারে তামিম তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পান। শেষ পর্যন্ত ১৪১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এ ব্যাটসম্যান।

ওপেনিংয়ে ব্যর্থ হয়েছেন প্রথম কোয়ালিফায়ার ম্যাচে দুর্দান্ত খেলা কুমিল্লার এভিন লুইস। আনামুল হক বিজয় ৩০ বলে ২৪ রানের ইনিংস খেলে সাকিবের বলে ভুল আউটের শিকার হয়ে সাজঘরে ফিরে যান। ইমরুল কায়েস অপরাজিত ছিলেন ১৭ রানে।

ঢাকার হয়ে সর্বোচ্চ চার ওভারে ৪৮ রান দেন রুবেল হোসেন। লুইসকে সাজঘরে পাঠিয়ে বিধ্বংসী বোলিংয়ের বার্তা দিলেও পরে বেদম মার খান। এ ছাড়া সাকিব আল হাসান চার ওভারে ৪৫ রান দিয়ে এক উইকেট শিকার করেন। এই উইকেটের মাধ্যমে এবারের বিপিএলে সর্বোচ্চ ২৩ উইকেট শিকারির খাতায় নাম লেখান ঢাকার অধিনায়ক।

Logo-orginal