, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin admin

হোয়াইটওয়াশের লজ্জা থেকে বেঁচে গেল পাকিস্তান

প্রকাশ: ২০১৯-০২-০৭ ১৯:২৭:৪৬ || আপডেট: ২০১৯-০২-০৭ ১৯:২৮:০৫

Spread the love

ক্রীড়া ডেস্কঃ এবারের দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতে টেস্ট ও ওয়ানডে সিরিজ খোয়ায় পাকিস্তান। আর শুরুর দুই টি-টোয়েন্টিতে হার নিয়ে সফরকারীরা ছিল তিন ফরমেটের লড়াইয়ে দ্বিতীয় হোয়াইটওয়াশের লজ্জার মুখে।

তবে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ রানে জয় নিয়ে এ লজ্জা এড়ায় পাকিস্তান। টি-টোয়েন্টিতে গত তিন বছরে হোয়াইটওয়াশ হওয়ার স্মৃতি নেই পাকিস্তানিদের।

সিরিজের শুরুতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০তে হার দেখে সফরকারীরা। আর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খোয়ায় তারা ৩-২ ব্যবধানে। বুধবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে সেঞ্চুরিয়নে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেয়া ডেভিড মিলার। ইনিংস শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৬৮/৯-এ।

৯ নম্বরে ব্যাট হাতে তিন ছক্কার সাহায্যে ৮ বলে ২২ রান করেন শাদাব খান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ ওভারের স্পেলে মাত্র ১৪ রানে চার উইকেট নেন প্রোটিয়া পেসার বিউরান হেনড্রিক্স। অপর পেসার ক্রিস মরিস নেন দুই উইকেট।

জবাবে ১৪১/৯ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে দক্ষিণ আফ্রিকা। ২৯ বলে হার না মানা ৫৫ রানের ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার সাত নম্বর ব্যাটসম্যান ক্রিস মরিস। পাকিস্তানের বল হাতে ২৭ রানে তিন উইকেট নেন পেসার মোহাম্মদ আমির। পাকিস্তানি লেগস্পিনার শাদাব খান নেন দুই উইকেট। এতে ম্যাচ সেরার পুরস্কারও ওঠে শাদাবের হাতে। সংবাদ উৎসঃ মানবজমিন ।

Logo-orginal