, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

এত অভিযোগ কেন তোমার বিরুদ্ধে?

প্রকাশ: ২০১৯-০২-০৩ ২০:০০:৪৫ || আপডেট: ২০১৯-০২-০৩ ২০:০০:৪৫

Spread the love

চট্টগ্রাম: জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় সারপ্রাইজ ভিজিটে এসে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বিদর্শী সম্বৌধি চাকমাকে তিরস্কার করছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে হঠাৎ ভূমি অধিগ্রহণ শাখায় এসে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. মমিনুর রশিদের কক্ষে তাকে ডেকে পাঠান মন্ত্রী। খবর বাংলানিউজের ।

ভূমিমন্ত্রী বিদর্শী সম্বৌধি চাকমাকে বলেন, ‘এত অভিযোগ আসছে কেন তোমার বিরুদ্ধে? একজনের স্পেসিফিক না, বেশ কিছু অভিযোগ আমার কাছে এসেছে।’

এ সময় উপস্থিত জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. মমিনুর রশিদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘সে এখানে কতদিন ধরে আছে? বেশি হয়রানি করছে মানুষকে। খুব বেশি খারাপ অবস্থা করে ফেলেছে। অধিগ্রহণের ক্ষতিপূরণ নিতে আসা মানুষকে হয়রানি করাচ্ছে। বিভিন্ন যায়গায় গিয়ে মামলা করাচ্ছে।’

মন্ত্রীর এসব কথার উত্তরে বিদর্শী সম্বৌধি চাকমা নিশ্চুপ থাকলেও জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, ‘কমপ্লেইন স্যার এখন সবার বিরুদ্ধেই আছে। বাইরের একটা চক্র আছে। এরা সংখ্যায় একাধিক। এ চক্রটাকে ধরতে আমি নিজে চেষ্টা করছি। দুদককেও বলেছি।’

তিনি বলেন, ‘আমার রুমে সিসি ক্যামরার মনিটর আছে, সেখান থেকে আমি সবকিছু নজরদারি করার চেষ্টা করি। আমি নিজে এখানে এসে যাদের কাছে নোটিশ নেই তাদের ঢুকা বন্ধ করেছি। দালাল এখন এখানে ঢুকতে পারে না। কিন্তু বাইরে সার্ভেয়ারের একটা গ্রুপ আছে, তারা দালালদের সঙ্গে মিলে মানুষকে হয়রানি করছে।’

জেলা প্রশাসক বলেন, ‘কিছু লোকজনের ধর্যে্যর অভাবও আছে। কাগজ-পত্র তারা নিজেরা বুঝে না। অনেকের ভূমি নিয়ে আবার মিচ মামলা আছে। এসব কারণে অনেক সময় চাইলেও দ্রুত সেবা দেওয়া সম্ভব হয় না।’

এ সময় টাইম ফ্রেমের মধ্যে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকা হস্তান্তরের পরামর্শ দেন ভূমিমন্ত্রী।

Logo-orginal