, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েত সরকার প্রবাসীদের কাছ থেকে কেন ট্যাক্স সংগ্রহ করে না, প্রশ্ন সাংসদ সাফা হাশেমের

প্রকাশ: ২০১৯-০২-০৬ ১৮:০৪:৩৯ || আপডেট: ২০১৯-০২-০৬ ১৮:৩৩:৩৭

Spread the love

কুয়েত সিটি: নারী সাংসদ সাফা আল-হাশেম গতকাল দাবি করেছেন, কুয়েত সরকার প্রবাসীদের কাছ থেকে কোন ট্যাক্স সংগ্রহ করে না।

মানবসম্পদ ট্যাক্স (ভ্যাট) সম্পর্কে কুয়েতের অর্থমন্ত্রী নঈফ আল হজরফকে করা এক প্রশ্নের জবাব পেয়ে সাংসদ সাফা হাশেম বিস্ময় প্রকাশ করে বলেন, কেন কুয়েতের নাগরিকদের উপর ভ্যাট?

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দেশটির সংসদ অধিবেশনে এমন প্রশ্ন তুলেছে আলোচিত নারী সাংসদ সাফা আল হাশেম।

ইংরেজি দৈনিক কুয়েত টাইমসে প্রকাশিত সংবাদে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে এমপি সাফা হাশেম কুয়েতে শ্বাস প্রশ্বাসের জন্য এবং রাস্তায় হাঁটার জন্য বিদেশীদের উপর ট্যাক্স বসানোর দাবী করেছিলেন।

প্রবাসীরা বার্ষিক স্বাস্থ্য বীমা ফি এবং সরকারী হাসপাতাল ও ক্লিনিকগুলিতে চিকিত্সা খরচ বহন করে এবং বিদ্যুৎ ও পানি ব্যবহারের জন্য কুয়েতিদের চেয়ে ২৫০ শতাংশ বেশি চার্জ করা হয়।

কাজের পারমিট এবং একামা নবায়নে জন্য আলাদা ফি দিতে হয়।

Logo-orginal