, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

গাঁজা সেবনের অভিযোগে চবির ৬ ছাত্র বহিস্কার

প্রকাশ: ২০১৯-০২-০৭ ১৮:১০:৫৮ || আপডেট: ২০১৯-০২-০৭ ১৮:১০:৫৮

Spread the love

চবি, চট্টগ্রাম: গাঁজা সেবন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চবির ৬ ছাত্র বহিস্কার করেছে কতৃপক্ষ।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় বিষয়টি প্রকাশ করেছেন সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন।

তিনি বলেন, বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির রিপোর্টের সুপারিশক্রমে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর নির্বাহী আদেশে ছয় ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বহিস্কৃত ৬ ছাত্র ছাত্রলীগের কর্মী।

বহিষ্কৃতরা হলেন-লোক প্রশাসন বিভাগের ২০১৪-১৫ সেশনের আব্দুল মুকিব, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৩- ১৪ সেশনের মহিউদ্দিন জালাল, পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ সেশনের সাইফ সিয়াম, অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ সেশনের জয়সান বড়ুয়া, ইংরেজি বিভাগের ২০১৪-১৫ সেশনের মো. গামি ও রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী শামীম আওসান।

গত বুধবার (৬ ফেব্রুয়ারি) রাতে গাঁজা সেবনকালে এ এফ ররহমান হলের একটি পরিত্যাক্ত রুম থেকে তাদের আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা।

পরে তাদের হাটাহাজারী থানায় সোপার্দ করা হয়।। #বিজ্ঞপ্তি।

Logo-orginal