, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

Avatar rtm

চকবাজার অগ্নিকাণ্ডে শোকাহত আরটিএম পরিবার

প্রকাশ: ২০১৯-০২-২১ ১৯:৪৭:০৩ || আপডেট: ২০১৯-০২-২১ ১৯:৪৮:৩৪

Spread the love

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনগুলোতে আগুন লেগে ৮১ জন নিহতের ঘটনায় দেশে- বিদেশে মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ রাজনীতিবিদন, খেলোয়াড়সহ বিভিন্ন মহল শোক জানিয়েছেন।

মর্মান্তিক এ ঘটনায় শোকাহত হয়েছেন আরটিএম নিউজ পরিবার।

এক শোক বার্তায় আরটিএম নিউজ পরিবারের পক্ষে অনলাইন নিউজ পোর্টালটির ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম এ শোকের কথা জানান।

তিনি বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আরটিএম পরিবার গভীরভাবে শোকাহত। নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাদের পরিবারকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরগ্য কামনা করছি।

চুরিহাট্টা ঘটনায় প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হঠাৎ করেই বিকট শব্দে কেঁপে উঠে আশপাশের এলাকা। মসজিদের পাশের ওয়াহেদ ভবন থেকে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বেশ কয়েকটি বাসা বাড়িসহ নন্দকুমার দত্ত সড়কে থাকা কয়েকটি খাবার হোটেলে। একই সাথে যানজটে আটকে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। চারতলা আবাসিক ওই ভবনটির নিচতলায় কেমিক্যাল গুদাম থাকায় আগুনের ভয়াবহতা দ্রুত বাড়তে থাকে। একের পর এক বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। আগুনের খবর পেয়ে দ্রুত ছুটে যায় ফায়ার সার্ভিসের প্রায় ৩৭টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি, শুরু করে আটকা পড়াদের উদ্ধার কাজ। সরিয়ে নেয়া হয় আশপাশের ভবনের বাসিন্দাদের। কিন্তু এলাকার সড়ক সরু হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের বেশ বেগ পেতে হয় উদ্ধার তৎপরতায়।

এ ঘটনায় নিহত হন ৮১ জন। এর মধ্যে ৭০ জন পুরুষ, ৭ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন।

এর আগে ২০১০ সালে পুরান ঢাকার নিমতলিতে প্লাষ্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২৪ জন মারা যায়। এরপর থেকেই ওই এলাকা থেকে কেমিক্যল গুদাম উচ্ছেদের জোর দাবি উঠলেও আজও তা কার্যকর হয়নি।

Logo-orginal