, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin admin

জাহালামকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি

প্রকাশ: ২০১৯-০২-০৯ ১৮:০০:৩৩ || আপডেট: ২০১৯-০২-০৯ ১৮:০০:৩৩

Spread the love

টাকা আত্মসাতের মামলা থেকে সদ্য অব্যাহতি পাওয়া পাটকল শ্রমিক জাহালমকে বিনা দোষে তিন বছর জেল খাটানোর জন্য তাঁকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন। আজ শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির নেতারা জাহালমের জন্য ক্ষতিপূরণ চেয়ে মানববন্ধন কালে এই দাবি জানান।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলী বলেন, ‘ জাহালমকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক এবং জাহালমের মতো নির্দোষ কাউকে আর যেন গ্রেপ্তার করে হয়রানি করা না হয়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ‘আমরা বিশ্বাস করি, অসংখ্য জাহালম, বাংলাদেশের কারাগারে পচে মরছেন। জাহালমের ক্ষতিপূরণ কমপক্ষে ১০ কোটি টাকা হওয়া উচিত।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ। তিনি বলেন, ‘জাহালম দুদকে হাজিরা দিয়ে বলেছেন তিনি নির্দোষ। আদালতে হাজিরা দিয়েছেন, অনেকগুলি পর্যায়ের পর জাহালমকে জেলে যেতে হয়েছে। তাঁকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।’

জাহালমের মতো আর কেউ জেল খানায় পচে মরছে কি না, তা খুঁজে দেখার দাবি জানান সংগঠনটির আরেক নেতা অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ। সম্মিলিত সামাজিক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ বলেন, ‘নির্দোষ জাহালম কত আকুতি মিনতি করেছিলেন আমাদের প্রশাসনের কাছে, বিভিন্ন লোকজনের কাছে। কিন্তু কেউ শোনেনি তাঁর কথা।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি মন্ডলীর সদস্য এস এম এ সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার শামছী, অর্থ সম্পাদক মামুনুর রশীদ ও পারভেজ হাসেম। উৎসঃ মানবজমিন ।

Logo-orginal