, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

Avatar rtm

থানচি হাসপাতালের ৫০ শয্যার উন্নীতকরণ প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ: ২০১৯-০২-০৮ ১৪:৪১:০৮ || আপডেট: ২০১৯-০২-০৮ ১৪:৪১:০৮

Spread the love

বান্দরবানের থানচি উপজেলায় বসবাসরত সকল জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫১ শয্যায় উন্নীত করা হচ্ছে।

শুক্রবার সকালে ৫০ শয্যায় উন্নীতকরণ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে থানচি সফরে আসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং)। এ সময় থানচি-বান্দরবান সড়কে উৎসুখ জনতা তাদের প্রিয় মন্ত্রীকে ফুলের পাপড়ি ছড়িয়ে দেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থায় আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক উন্নতি সাধন হয়েছে। বান্দরবানে নতুন নতুন কমিউনিটি ক্লিনিক ছাড়াও নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে। জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ও আধুনিকায়ন করা হচ্ছে। দুর্গম এলাকার রোগীদের জন্য নতুন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) কামরুজ্জামান, থানচি উপজেলা চেয়ারম্যান ক্যাহ্লাচিং মার্মা, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক(মৃদল) থানচি থানার অফিসার ইনচার্জ জোবাইরুল (হক), উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদি রঞ্জন বড়ুয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মার্মা (পকশৈ), মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মার্মা।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মংবোয়াংচিং মার্মা (অনুপম), আওয়ামী লীগের সভাপতি মংথোয়াই ম্যা (রণি), সাধারণ সম্পাদক থোয়াইহ্লামং মার্মা, রোটারিয়ান আনিসুর রাহমান (সুজন), থানচি সদর ইউপি চেয়ারম্যান মাংসার ম্রো, তিন্দু ইউপি চেয়ারম্যান মংপ্রু অং মার্মা, থানচি থানার এস আই জালাল আহমদ।

Logo-orginal