, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশীর লাশ নিয়ে গেল ভারতীয় বাহিনী

প্রকাশ: ২০১৯-০২-০২ ১৩:৫৬:৩৯ || আপডেট: ২০১৯-০২-০২ ১৩:৫৬:৩৯

Spread the love

ভারতীয় বাহিনী (বিএসএফ)- এর গুলিতে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা সীমান্তে এক বাংলাদেশী নিহত হয়েছেন। নিহতের না আসাদুল হক (২৫)।

আজ (২ ফেব্রুয়ারি) শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, ভোরে সীমান্তের ৮০২ নম্বর মেইন পিলারের ১০ নম্বর সাব পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশী গরু পারাপারকারীর ১০-১৫ জনের একটি দল গরু পারাপার করতে থাকে।

এ সময় ভারতীয় ১৪৩ রানীনগর বিএসএফ ব্যাটালিয়ন নিউ কুচলীবাড়ী ক্যাম্পের বিএসএফ টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছুঁড়লে বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের মতিয়ার রহমান কদমার ছেলে আসাদুল হক ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

পরে বিএসএফ নিহতের লাশ টেনে হেঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। উৎসঃ মানবজমিন ।

Logo-orginal