, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

ভোটারবিহীন ভোট রাজধানীতে, হতাশ ইসি

প্রকাশ: ২০১৯-০২-২৮ ১২:৪৫:৫৯ || আপডেট: ২০১৯-০২-২৮ ১২:৪৫:৫৯

Spread the love

ঢাকাঃ ডিএনসিসির উপ নির্বাচনে ভোটার উপস্থিতি হতাশ করেছে ইসিকে।

এমন সংবাদ প্রকাশিত হয়েছে সবকটি মিডিয়ায়।
তবে ইসি মিঃ হুদা দায় চাপিয়েছেন রাজনৈতিক দলগুলোর প্রতি।

সকালে গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারের অপেক্ষায় পোলিং অফিসাররা ।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে এখানে ৪টি কেন্দ্র রয়েছে । এখানে মহিলা ও পুরুষ কেন্দ্র দু’টি করে ।

অভিজাত এলাকা গুলশানের এ স্কুলের ৬৪৭ (মহিলা) কেন্দ্রের ২নং বুথে বেলা ১১ টার সময়ও একটি ভোটও পড়েনি। পাশের ৩ নং বুথে ভোট পড়েছে ৪টি। ৪নং বুথেও কোন  ভোট পড়েনি। এ বুথের সহকারী প্রিজাইডিং অফিসার কামরুল ইসলাম বলেন, আমার বুথে এখনো কোন ভোট পড়েনি। আমি এত নির্বাচনে দায়িত্ব পালন করলাম, এ রকম চিত্র আর কখনো দেখেনি। মানুষ কেনো যে আসছে না, তা বলতে পারছি না।

কেন্দ্রের ১নং বুথের সহকারী প্রিজাইডিং অফিসার মো. জাহিদুর রহমান বলেন, তার বুথে ২০ টি ভোট পড়েছে।

বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে তিনি মনে করেন।

তবে এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে পুরুষ ভোটকেন্দ্রে। ৬৪৬ নং পুরুষ ভোটকেন্দ্র। এ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে না পড়লেও ১নং বুথে এ সময়ের মধ্যে ১০০ অধিক ভোট কাস্ট হয়েছে। ৩নং বুথে ৬০টি ও ৪নং বুথে ২৯টি ভোট পড়েছে। ১নং বুথের সহকারী রিয়াজ উদ্দিন বলেন, এ বুথে ভোটাররা সকাল সকাল এসে ভোট দিয়ে গেছেন। এ কারণে তার বুথে তুলনামূলক ভোট বেশি পড়েছে।

এ  কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আমিন উদ্দিন আকুঞ্জি বলেন, ভোটাররা আসতেছে। ভোট দিয়ে তারা চলে গেছেন। এ পুরুষ কেন্দ্রে সকালে ভোটারদের উপস্থিতি বেশি ছিলো । উৎসঃ মানবজমিন।

Logo-orginal