, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

অস্থির মধ্যপ্রাচ্যে বিদেশীদের সু-সংবাদ দিল কাতার

প্রকাশ: ২০১৯-০৩-১৭ ১২:৩৮:২৪ || আপডেট: ২০১৯-০৩-১৭ ১২:৩৮:২৪

Spread the love

নিজস্ব প্রতিবেদক, দোহাঃ এক সময়ের স্বপ্নের আরব দেশ এখন বিদেশী শ্রমিকদের নিকট বিষপোড়া।

সঠিক সময়ে একামা আর বেতন না পেয়ে দিশেহারা প্রায় লাখো এশিয়ান শ্রমিক। যার অধিকাংশই বাংলাদেশি।

মনে করা হত, কুয়েত আর কাতারে থাকা বাংলাদেশিরা ভাল আছে? কিন্তু তারা ভিসা দালালদের খপ্পরে পরে চরম মানবেতার জীবন অতিবাহিত করছে।

তবে আলোচিত দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর ছোট্ট দেশ কাতারের ব্যতিক্রমধর্মী সিদ্ধান্ত বেশ আলোচিত হচ্ছে।

কাতারের মন্ত্রিপরিষদ বিদেশিদের সম্পত্তির মালিকানা দেওয়ার অনুমতি এবং একই সময়ে নাগরিকত্ব প্রদানের প্রস্তাব অনুমোদন করে।

বৃহস্পতিবার কাতার নিউজ এজেন্সিতে প্রকাশিত সংবাদে এই তথ্য নিশ্চিত করেছে।

সরকারী সুত্রের বরাত দিয়ে কাতার নিউজ এজেন্সি জানায়,দেশটির ১৬ টি এলাকা চিহ্নিত করে বিদেশী নাগরিকদের জন্য বরাদ্দ দেওয়া হবে।

বিভিন্ন বিনিয়োগের পাশাপাশি আবাসিক ভিলা, ভবন, বাণিজ্যিক কমপ্লেক্সের ছোট দোকানগুলির মালিকানাও পাবে বিদেশীরা।

নতুন এই আইন কার্যকর কখন হবে তা এখনো স্পষ্ট নয়।

তবে দেশটির মন্ত্রিপরিষদ জানিয়েছে বিস্তারিত জানানোর জন্য আগামী সপ্তাহে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গ্যাস-সমৃদ্ধ কাতার তার অর্থনীতিতে বিশেষ করে আবাসিক খাতে আরও বিনিয়োগ চায়।

এই আইন পাশ হলে সবচেয়ে লাভবান হবে ভারতীয় ও পাকিস্তানি নাগরিকরা।

কারণ, দীর্ঘদিন ধরে চলমান উপসাগরীয় কূটনৈতিক বিরোধে প্রতিবেশী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর দেশগুলির জোটের দ্বারা বিচ্ছিন্ন।

যদিও তুরস্ক, ইরানসহ আরবের বেশকটি প্রভাবশালী দেশ কাতারের সাথে রয়েছে।

Logo-orginal