, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

কুরআন প্রতিযোগিতায় কাতারে কৃতিত্ব দেখিয়ে প্রশ্ংসায় ভাসছেন কিশোর হাফেজ হাসান

প্রকাশ: ২০১৯-০৩-২১ ১৭:৪২:৩৭ || আপডেট: ২০১৯-০৩-২১ ১৭:৪২:৩৭

Spread the love

আল কুরআন ডেস্কঃ কাতারের দোহায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় কৃতিত্ব দেখিয়ে প্রশ্ংসায় ভাসছেন কিশোর হাফেজ হাসান ।

হাফেজ আলী হাসান তৃতীয় স্থান অধিকার করেছেন। তার কন্ঠ মুগ্ধ করেছে সব দেশের মানুষকে ।

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় কৃতিত্বের সাক্ষর রাখায় এই বাংলাদেশি হাফেজকে মোবারকবাদ জানিয়েছে বিভিন্ন দেশের মানুষ ।

সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে প্রশংসা ।

গত মঙ্গলবার (১৯ মার্চ) এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে মিশরের শায়খ আহমদ আল মিসরয়ী, কাতারের স্থানীয় উলামায়ে কেরাম ও সরকারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ণ কোরআন মুখস্থ ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকারী বাংলাদেশি কিশোর হাফেজ আলী হাসান ঠাঁকুগাওয়ের হাফেজ আকমল হোসেনের ছেলে।

হাফেজ আলী হাসানের শিক্ষক ও মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী তার সাথে ছিলেন ।

Logo-orginal