, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

Avatar rtm

নিউজিল্যান্ডে মসজিদে হামলায় ২৭ জনের মৃত্যু, নিরাপদে বাংলাদেশী ক্রিকেটাররা

প্রকাশ: ২০১৯-০৩-১৫ ০৯:৪৭:২৩ || আপডেট: ২০১৯-০৩-১৫ ০৯:৪৭:২৩

Spread the love

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হেগলে ওভাল মাঠের কাছে মসজিদে শুক্রবার সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭। স্থানীয় সময় শুক্রবার জুম্মার নামাজের সময় বেলা দেড়টার দিকে ওই সন্ত্রাসী হামলা হয়।

মসজিদে হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা। অনুশীলন শেষে বাংলাদেশি ক্রিকেটাররা মসজিদে জুম্মার নামাজ আদায়ে মসজিদে যান। কিন্তু তার আগেই হামলার ঘটনা ঘটে যাওয়ায় তাদের কোনো সমস্যা হয়নি।

এদিকে নিউজিল্যান্ডের স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, হামলার ঘটনায় হতাহতের সংখ্যা প্রথমে নিশ্চিত হওয়া না গেলেও পরে ২৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়েছে, জুম্মার নামাজের সময় হঠাৎ করে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে এবং স্বয়ংক্রিয় অস্ত্র দিলে গুলি চালাতে শুরু করে।

একজন প্রত্যাক্ষদর্শী বলেন, আমি দেখলাম লোকটি গুলি চালাচ্ছে। সম্ভবত বহু মানুষ মারা গেছে। পুলিশ তাকে নিবৃত করার চেষ্টা করছে।

Logo-orginal