, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

মাওলানা মকসুদ আহমদের ইন্তেকালে সাতকানিয়া লোহাগাড়াবাসী একজন মুরব্বীকে হারাল

প্রকাশ: ২০১৯-০৩-১৩ ০৯:৪১:২৮ || আপডেট: ২০১৯-০৩-১৩ ০৯:৪১:২৮

Spread the love

আবুল কাশেম(কুয়েত প্রবাসী)চট্টগ্রাম: আলেমেদ্বীন ওস্তাদ মাওলানা মকসুদ আহমদের ইন্তেকালে সাতকানিয়া লোহাগাড়াবাসী একজন অভিভাককে ও প্রবীণ আলেম মুরব্বীকে হারাল।

সেই সাথে চলে গেল আরেকজন আলেম এবং সমাজ হারাল সৎ মানুষকে।

ছাত্র জীবনে বটতলী জামে মসজিদে অসংখ্যবার ওনার ইমামতীতে নামাজ পড়ার সুযোগ হয়েছে,মরহুম হুজুর ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন।

বটতলী জামে মসজিদে ( সম্ভবত ৮৬ সালে) সে সময়ের তরুন বক্তা লোহাগাড়ার সু-সন্তান ছাত্রনেতা মাওলানা সলিমউল্লাহসহ মরহুম হুজুরের সাথে সাক্ষাত হয়েছিল।

অত্যন্ত সাদাসিধে জীবন পালনে অভ্যস্ত হুজুরের আচার-আচরণ ছিল নম্র।

লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদের পাড়ার নিবাসী মাওলানা মকসুদ আহমদ গারাঙ্গীয়া বড় হুজুর ও ছোট হুজুর কেবলার সুযোগ্য খলিফা,আলেমেদ্বীন লোহাগাড়া বটতলি কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব।

মরহুম মাওলানা মকসুদ আহমদ (৮৯) গতকাল (মঙ্গলবার) দুপুর ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

তিনি উপজেলার দক্ষিণ সুখছড়ি ছৈয়দ পাড়ার মাওলানা আবদুল আজিমের ২য় পুত্র ও শাহসুফি হযরত আবদুল খালেক (রাঃ)’র বংশধর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

আজ সকাল ১১ টায় লোহাগাড়া সদরের রশিদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

মরহুম হুজুরকে আল্লাহতায়ালা জান্নাতের মেহমান বানিয়ে নিন। আমিন।

Logo-orginal