, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

লোহাগাড়ায় বিধাবার ঘর ভেঙে দিল বনকর্তা, এলাকায় ক্ষোভ

প্রকাশ: ২০১৯-০৩-১৪ ১৫:৫২:৪৪ || আপডেট: ২০১৯-০৩-১৪ ১৫:৫২:৪৪

Spread the love

চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি সাতগড় মৌলভি বাজারের আহমদ কবির সওদাগর এর নিজ বসত ভিটাই তার বিধবা স্ত্রীর ঘর উচ্ছেদ করে দিয়েছে চুনতি ফরেস্ট ও পুলিশ বিট কর্মকর্তারা।

এমন অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী, তারা জানান, আর্থিক লেনদেন তথা ঘোষ না দেওয়াই নতুন ঘর ভেঙ্গে দিয়েছে।

এলাকাবাসীরা প্রতিরোধ করতে চাইলে, মামলা হামলার হুমকি দেওয়া হয় বলে জানান তাদের বাড়ির পাশের কয়েকজন।

স্থানীয় এক মুরুব্বী বলেন, কাগজপত্র যাচাই না করে সময় না দিয়ে কারো বসতঘরে হামলা বা উচ্ছেদ গুরুতর অপরাধ।

এলাকাবাসীরা আরো জানান, অথচ যারা বনাঞ্চল দখল করে আছে এবং দিন-রাত গাছ কেটে বনাঞ্চল মরুভূমি করে তুলছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা বা উচ্ছেদ করে দেওয়া হয় না।

চুনতি সাতগড় ফরেস্ট বিট ইনচার্জ মাসুদ পারভেজ
লেনদেন এর কথা অস্বীকার করছেন।

তিনি বলেন উপরের নির্দেশ এসেছে আমার কাছে তাই আমি এই অভিযান চালিয়েছি।

Logo-orginal