, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

১৬ মার্চ দেশে ফিরবেন আলোচিত ডঃ আফিয়া সিদ্দিকী

প্রকাশ: ২০১৯-০৩-১৪ ২২:১৩:৫৯ || আপডেট: ২০১৯-০৩-১৪ ২২:১৩:৫৯

Spread the love

আমেরিকায় বন্দী পাকিস্তানের স্নায়ু বিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকী চলতি মাসের ১৬ তারিখ মুক্তি পেতে পারেন। ড. আফিয়ার বোন ফাওজিয়া সিদ্দিকি আজ পাকিস্তানের পাকিস্তানের গণমাধ্যমকে এই তথ্য জানান।

পাকিস্তানের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ইমরান খানের ঘনিষ্ঠজন মকবুল জান-এর সঙ্গে এক টিভি টকশোতে অংশ নিয়ে তিনি এই তথ্য জানান। ড. ফাওজিয়া সিদ্দিকিকে ফোন কফারন্সের মাধ্যমে টকশোতে সংযুক্ত করা হয়।

টকশোতে মকবুল জান তাকে আফিয়া সম্পর্কে প্রশ্নে করলে তিনি বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। তিনি আমাকে বলেছেন, ১৬ মার্চ আফিয়া পাকিস্তানে ফিরবেন। আল্লাহ তাকে নিরাপদে পাকিস্তানে ফিরিয়ে নিয়ে আসুন।

এ সময় তিনি আরও বলেন, ১৬ বছর আফিয়া আমেরিকার কারাগারে বন্দী। এই সময় সে মুক্ত ও স্বাধীন থাকলে পাকিস্তানের গর্ব হিসেবে কাজ করতে পারতো।

সূত্র : সিয়াসাত ডকপিকে/ ইসলামটাইমস।

Logo-orginal