, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin admin

আইডি হারিয়ে গেলে কুয়েত প্রবেশে যা করতে হবে

প্রকাশ: ২০১৯-০৩-২১ ১২:২০:০৬ || আপডেট: ২০১৯-০৩-২১ ১২:২০:০৬

Spread the love

কুয়েত সিটিঃ প্রবাসীদের পাসপোর্টে একামার স্টিকার তুলে দিয়ে নাগরিক আইডি-তে তথ্য সংজোযন শুরু হয়েছে গত ১০ মার্চ থেকে।

নতুন সিস্টেমে বিদেশী নাগরিকদের কুয়েত ত্যাগ ও প্রবেশে অবশ্য নাগরিক আইডি দেখাতে হবে।

যদি কোন প্রবাসী নিজ দেশে আইডি হারিয়ে পেলে, সে কিভাবে কুয়েত প্রবেশ করিবে?

এই বিষয় সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেছে PACCI বা পাবলিক সিভিল আইডি কতৃপক্ষ।

বুধবার ( ২০ মার্চ ) দেশটির সব কটি দৈনিকে প্রেস রিলিজ পাঠিয়েছে নাগরিক আইডি কর্তৃপক্ষের তথ্য অধিদপ্তর পরিচালক মুসাদ আল আসুসী।

এক প্রেস রিলিজে, তিনি ব্যাখ্যা করেছেন যে, প্রবাসীদের বৈধ নাগরিক আইডি প্রমাণ হিসাবে গণ্য হবে কুয়েত তার একামা বা ওয়ার্ক পারমিট বৈধ।

বৈধ নাগরিকের আইডি এবং বৈধ পাসপোর্ট ছাড়া কোন বিদেশী নাগরিককে করতে প্রবেশ করতে বা প্রস্থান করার অনুমতি দেওয়া হবে না ।

মিঃ আসুসী যোগ করেন, যদি কোন বিদেশী নাগরিক তার নাগরিক আইডি (বাতাকা) হারিয়ে ফেলে, সে তার দেশের কুয়েত দূতাবাসের সাথে যোগাযোগ করে কুয়েত প্রবেশের অনুমতিপত্র নিয়ে ফিরে আসতে পারবে।

তিনি আবারো জোর দিয়েছেন যে, বিদেশী নাগরিকরা যেন নতুন সিভিল আইডি বা বাতাকা সংশোধনে নিজ নিজ তথ্য পরীক্ষা নিরীক্ষা করে শতভাগ নিশ্চিত হন, তার দেওয়া তথ্য সঠিক।

আল-আসুসী নিশ্চিত করেছেন যে PACCI কর্তৃক প্রদত্ত পরিষেবাগুলি জানতে নীচের ওয়েবসাইটে ভিজিট করুন www.gov.kw

Logo-orginal