, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

ইরাকে ফেরি ডুবে নারী ও শিশুসহ মারা গেল ১০০ জন

প্রকাশ: ২০১৯-০৩-২৪ ১৭:৩৮:৪৯ || আপডেট: ২০১৯-০৩-২৪ ১৭:৩৮:৪৯

Spread the love

মোসুল, ইরাকঃ মোসুলের কুর্দি নববর্ষ উদযাপনের সময় তিগ্রীস নদীতে ফেরি ভেঙে কমপক্ষে ১০০ জন মারা গেছে ।

মৃতদের বেশির ভাগ নারী ও শিশু । শুক্রবার ( ২২ মার্চ) এই দুর্ঘটনা ঘটে ।

ইরাকি বাহিনী নৃশংস জিহাদি শাসনের কয়েক বছর পর ইসলামিক স্টেট গ্রুপকে উৎখাত করার পর, প্রথমবারের মতো মোসুলাইট বার্ষিক উত্সব শুরু করেছিল।

কিন্তু এই উৎসবটি যখন তিগ্রীস নদী জুড়ে জনপ্রিয় পিকনিকের দিকে অগ্রসর হয় তখন জাহাজটি ডুবতে থাকে।

মোসুলের নিরাপত্তা কর্মকর্তারার বরাত দিয়ে বিবিসি ও আল জাজিরা জানিয়েছে, উচ্চ পানির মাত্রা ও ফেরিতে লাফালাফি দুর্ঘটনার জন্য দায়ী।

নিহতদের জন্য শত শত আত্মীয় ও বাসিন্দা শুক্রবার একত্রিত হয়ে দুর্ঘটনার দৃশ্যটি পালন করেন, যেখানে মৃতদের জন্য প্রার্থনা করে।

Logo-orginal