, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

admin admin

ওয়ার্নারের ঝড়ো ব্যাটে হায়দ্রাবাদ কলকাতাকে টার্গেট দিল ১৮২ রানের

প্রকাশ: ২০১৯-০৩-২৪ ১৯:১২:১২ || আপডেট: ২০১৯-০৩-২৪ ১৯:১২:১২

Spread the love

ক্রীড়া ডেস্কঃ রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে কমলা ঝড়। ডেভিড ওয়ার্নারের ৮৫, জনি বেয়ারস্টোর ৩৯ এবং বিজয় শঙ্করের ঝোড়ো রানের সৌজন্যে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ তোলে ১৮১/৩ রান। ঘরের মাঠে প্রথম ম্যাচ জিততে নাইটদের সামনে টার্গেট ১৮২ রানের।

রবিবার দ্বাদশ আইপিএলের প্রথম ম্যাচে ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে নেমেছিল কলকাতা।টস জিতে দীনেশ কার্তিক হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান। কেন উইলিয়ামসন কলকাতায় এলেও চোটের কারণে খেলেননি। এদিন শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তুললেন ডেভিড ওয়ার্নার। ৯টা চার আর ৩টে ছক্কায় ৫৩ বলে ৮৫ রানের ইনিংস খেললেন।

তার আগে অবশ্য ৩৫ বলে ৩৯ রান করে আউট হন জনি বেয়ারস্টো। প্রথম উইকেটে ১১৮ রানের পার্টনারশিপ হায়দরাবাদের। এরপর বিজয় শঙ্করের ঝোড়ো ব্যাটে হায়দরাবাদ ১৮১ রান তুলল ইডেনে। ইউসুফ পাঠান অবশ্য ১ রানে সাজঘরে ফিরলেন। বিজয় শঙ্কর ২৪ বলে ৪০ রানে অপরাজিত থাকেন।

সুনীল নারিন, কুলদীপ যাদবরা প্রত্যাশা পূরণে ব্যর্থ। ৩২ রান দিয়ে ২টি উইকেট নিলেন আন্দ্রে রাশেল। একটি উইকেট নেন পীযুষ চাওলা। উৎসঃ ক্লকাতা২৪।

Logo-orginal