, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে একামা নবায়নের নতুন প্রক্রিয়া শুরু” পাসপোর্ট এবং আইডিতে নামের মিল থাকতে হবে

প্রকাশ: ২০১৯-০৩-১১ ১৩:৪১:২০ || আপডেট: ২০১৯-০৩-১১ ১৩:৪১:২০

Spread the love

কুয়েত সিটি: কুয়েতে একামা নবায়নের নতুন প্রক্রিয়া শুরু হয়েছে আজ।

পাসপোর্ট এবং আইডিতে নামের মিল থাকতে হবে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী স্বরাষ্ট্র সচিব মেজর জেনারেল তালাল মরাফি।

ইংরেজি দৈনিক কুয়েত টাইমসে প্রকাশিত সংবাদে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন নিয়মে কুয়েতে বসবাসরত বিদেশীদের একামা নবায়ন বা নতুন একামা লাগাতে পার্সপোটের প্রয়োজন বা স্টিকার লাগানো হবেনা” এমন সিদ্ধান্ত গ্রহণ করে কুয়েতের মন্ত্রী পরিষদ।

135/2019 রিজুলেশনের আলোকে আজ থেকে সব তথ্য সংরক্ষণ করা হবে সিভিল আইডিতে।

আন্ডার সেক্রেটারি মিঃ তালাল মারাফী জানান,স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ আল জাররাহ আল-সাবাহের নির্দেশনা অনুসারে আজকে শুধুমাত্র ২০ নং একামার ক্ষেত্রে এই নিয়ম প্রয়োগ করা হবে।

তিনি জানান, উন্নত প্রযুক্তিরর ব্যবহার, সেবাদান সহজতর করার জন্য একামার স্টিকার সিস্টেম তুলে দেওয়া হচ্ছে।

নতুন নিয়মে একামা লাগানোর পর নতুন সিভিল আইডির জন্য আবেদন করতে হবে বিদেশী নাগরিকদের।

#প্রবাসী বাংলাদেশিদের এই সংক্রান্ত কোন বিষয়ে জানার থাকলে, আমাদের rtmnews24/facebook page এর ইনবক্সে প্রশ্ন করে জেনে নিন।

Logo-orginal