, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে ড্রাইভিং লাইসেন্স আবেদন এবং নবায়ন অনলাইনে

প্রকাশ: ২০১৯-০৩-২৮ ০৯:১৮:৪৭ || আপডেট: ২০১৯-০৩-২৮ ০৯:১৮:৪৭

Spread the love

কুয়েত সিটিঃ কুয়েতে ড্রাইভিং লাইসেন্সের আবেদন এবং নবায়ন অনলাইনে সম্পন্ন করা যাবে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণাললয় ঘোষণা করেছে আগামী মে মাসের ১ম সপ্তাহ থেকে এই সুবিধা পাবে কুয়েতিরা।

তবে বছরের শেষ দিকে বিদেশীসহ সবার জন্য সেবাটি উন্মুক্ত করা হবে।

বুধবার ( ২৭ মার্চ ) ইংরেজি দৈনিক আরব টাইমসে প্রকাশিত তথ্যে আরো জানাযায়, শুধুমাত্র জরিমানা,পেশা পরিবর্তনন, ছাত্র ও গৃহকর্মীদের তাদের আবেদন সংশ্লিষ্ট এলাকার ট্রাফিক বিভাগে জমা দিতে হবে।

নাগরিকদের জন্য ই-ড্রাইভিং লাইসেন্সগুলি মে মাসের প্রথম সপ্তাহ থেকে জারি করা হবে, যেখানে ই-ড্রাইভিং লাইসেন্স প্রদানকারী এক্সপেট অনলাইন বছরের শেষে শুরু হবে।

আবেদনকারীরা MOI ওয়েবসাইটে লগ ইন করে মোবাইল ফোন নাম্বার দিয়ে তাদের তথ্য জমা দিতে হবে।
নিবন্ধিত মোবাইল নম্বরে স্বয়ংক্রিয় SMS বার্তা পাঠানো হবে।

ই ড্রাইভিং লাইসেন্স বিভিন্ন গভর্নোরেটেটে স্বয়ংক্রিয় মেশিন থেকে সংগ্রহ করা যাবে।

Logo-orginal