, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েত বাংলাদেশ দুতাবাসে স্বাধীনতা দিবস পালন

প্রকাশ: ২০১৯-০৩-২৬ ১৩:৩৫:৫১ || আপডেট: ২০১৯-০৩-২৬ ১৩:৩৫:৫১

Spread the love

কুয়েত সিটিঃ মহান ২৬ মার্চ উপলক্ষে কুয়েতস্থ বাংলাদেশ দুতাবাসে স্বাধীনতা ও গণহত্যা দিবস পালন করেছে।

সোমবার (২৫ মার্চ) দেশটির খালেদিয়ায় অবস্থিত দুতাবাসের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দূতালয়প্রধান ও কাউন্সিলর আনিছুজ্জামান।

জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করা হয়।

এদিন দূতাবাসের মাল্টিপারপাস হলরুমে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পরেই পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।

এ ছাড়া অনুষ্ঠানে শহীদদের প্রতি দাঁড়িয়ে সম্মান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রামাণ্য চিত্র দেখানো, আলোচনা ও কেক কাটা হয়।

আলোচনার শুরুতে  রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

রাষ্ট্রদূত এস এম আবুল কালামসহ অন্যরা বক্তব্যে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, কুয়েত আওয়ামীলীগ ও প্রবাসী সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

Logo-orginal