, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

admin admin

কোন ক্ষমা নয়, চেকিং এর জোর প্রস্তুতি কুয়েত পুলিশের

প্রকাশ: ২০১৯-০৩-১৭ ১৪:০০:৩৭ || আপডেট: ২০১৯-০৩-১৭ ১৭:৩৬:৪৪

Spread the love

কুয়েত: (ফাইল ছবি) একামা বিহীন প্রবাসীদের আটকে জোর প্রস্তুতির কথা আবারে জানিয়েছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে কুয়েত টাইমস।

রোববার (১৭ মার্চ) সকাল দশটায় প্রকাশিত সংবাদে আরো জানাযায়, অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের নিরাপত্তা বাহিনী রেসিডেন্সি ভিসা লঙ্ঘনকারীদের আটক, গ্রেফতার ও স্বদেশে ফেরৎ পাঠানোর নিবিড় নিরাপত্তা প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছে।

সূত্রে প্রকাশ, এই বছর কোনও রেসিডেন্সি লঙ্ঘনকারীকে সাধারণ ক্ষমার সময়সীমা দেওয়ার কোন পরিকল্পনা সরকারের নেই।

গত বছর ঘোষিত সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছে ৫৭,০০০ জন বিদেশী, যাহা অর্ধেকের কম বলে যোগ করেন মন্ত্রণালয়।

সূত্র জানায়, ভিসা আইন লঙ্গনের বর্তমান মোট ৭০,০০০ জন, তবে নিরাপত্তা ডাটাবেসের সংখ্যা ১০০,০০০ জনের বেশি।

যদিও গত সপ্তাহ থেকে চেকিং শুরু হওয়া অভিযানে বাংলাদেশীসহ প্রচুর বিদেশী আটক হয়েছেন।

এদিকে, পাবলিক তথ্য কর্তৃপক্ষ বা সিভিল আইডির বেসামরিক তথ্য পরিচালক মুসায়েদ আল-আসুসি সব বিদেশী নাগরিককে আইডির নতুন তথ্য প্রদানে দ্বিতীয় বার চেক করার অনুরোধ জানিয়েছে।

যাতে নতুন সিস্টেমে প্রয়োজনীয় তথ্যাদী ডাটায় সংরক্ষণ করা যায়।

মিঃ অ্যাসোসি আরও বলেছেন যে, একজন নাগরিক তার নতুন নাগরিক আইডি প্রাপ্তির পূর্বে ব্যক্তিগত তথ্য চেক করার তিনটি সম্ভাবনা রয়েছে।

“প্রথম ধাপটি পুনর্নবীকরণ ফর্মটি সঠিকভাবে টাইপ করে শুরু হয়েছে কিনা।

দ্বিতীয়, নাগরিক সিভিল আইডি বিষয়ক বিভাগগুলিতে আইডি পুনর্নবীকরণের জন্য আবেদন করার সময়, প্রয়োজনীয় ফি প্রদান অনুমোদন করার জন্য বলা হয়।

তৃতীয়ত, অসতর্কতার জন্য কোন ভুল তথ্য দিলে, পুনরায় সংশোধনের জন্য আবেদনকারীকে ফি দিতে হবে।

“অতএব, আবেদনকারীরা তাদের পাসপোর্ট নম্বর, নাম ও সব তথ্য আইডির সাথে মিলে কিনা, তা নিশ্চিত করার জন্য সাবধানে তাহা পরীক্ষা করার অনুরোধ করেছেন তিনি।

Logo-orginal