, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

ক্রাইস্টচার্চের নূর মসজিদে হামলায় আহত লিপির ৯দিন পর জ্ঞান ফিরেছে” স্বজনদের স্বস্থি

প্রকাশ: ২০১৯-০৩-২৪ ১১:১৮:০৩ || আপডেট: ২০১৯-০৩-২৪ ১১:২০:৫৯

Spread the love

নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে বন্দুক হামলায় গুলিবিদ্ধ সাজেদা আক্তার লিপি ৯ দিন পর চোখ খুলে তাকিয়েছেন।

জ্ঞান ফিরে আসায় লিপির স্বামীর বাড়ি কটিয়াদী ও বাবার বাড়ি পাকুন্দিয়ায় স্বজনদের আশার সঞ্চার হয়েছে। স্বামী, বাবা-মা ও আত্মীয়স্বজন প্রতিদিনই লিপির সুস্থতার জন্য দোয়া করছেন।

ঘটনার পর থেকে এলাকাবাসীও সহমর্মিতা জানিয়ে দুঃখ প্রকাশ ও সুস্থতার জন্য দোয়া করছেন। লিপির ভাসুর নজরুল ইসলাম বলেন, শনিবার তার জ্ঞান ফিরে আসার সংবাদ পেয়েছি।

তার পূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই। নিউজিল্যান্ডে অবস্থানরত লিপির স্বামী মাসুদ মিয়া ও দেবর খোকন মিয়া জানান, লিপির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ৯ দিন পর শনিবার জ্ঞান ফিরেছে। এখনও হাসপাতালের আইসিইউতে আছেন লিপি।

১৫ মার্চ মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আল নূর মসজিদে প্রবেশের সময় বন্দুকধারী সন্ত্রাসীর ছোড়া দুটি গুলি লিপির পিঠে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার দু’দফা অস্ত্রোপচার করা হয়। উৎসঃ যুগান্তর ।

Logo-orginal