, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

গাজা উপত্যকায় ফের হামলা চালিয়েছে ইহুদী সেনারা

প্রকাশ: ২০১৯-০৩-২৪ ১৯:২১:১৫ || আপডেট: ২০১৯-০৩-২৪ ১৯:২১:১৫

Spread the love

ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমানগুলো আজ (রোববার) অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়েছে। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কয়েকটি অবস্থান লক্ষ্য করে বিমানগুলো হামলা চালায়।

ইসরাইলি জঙ্গি বিমানগুলো আজ ভোরে গাজার দক্ষিণে অবস্থিত হামাসের অবস্থানের ওপর এ সব হামলা করে। বাস্তুহারা ফিলিস্তিনিরা যখন নিজদের ঘর-বাড়িতে ফিরে যাওয়ার দাবিতে গাজা সীমান্তে সাপ্তাহিক বিক্ষোভ করছে তখন এ সব হামলা চালানো হয়।

গতকাল শেষ বেলায় তারকাটার বেড়ার ওপর দিয়ে বিস্ফোরক দ্রব্য ফিলিস্তিনিরা ছুড়ে মেরেছে বলে দাবি করেছে তেল আবিব। এই তারকাটার বেড়ার মাধ্যমে ইহুদিবাদী অধিকৃত এলাকা থেকে গাজাকে পৃথক করা হয়েছে। অবশ্য এতে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানায় নি ইসরাইল।

এদিকে, দু’দিন আগে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে আহত এক তরুণ ফিলিস্তিন আজ শহিদ হয়েছেন। শুক্রবারও ইসরাইলি গুলিতে ২ ফিলিস্তিন শহিদ হয়েছিলেন। #পার্সটুডে ।

Logo-orginal