, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

Avatar rtm

দক্ষিণ চট্টগ্রামের ৪ ও কক্সবাজারের ৫ উপজেলায় জয়ী যারা

প্রকাশ: ২০১৯-০৩-২৪ ২২:২০:৪২ || আপডেট: ২০১৯-০৩-২৪ ২২:২০:৪২

Spread the love

দক্ষিণ চট্টগ্রামের চার ও কক্সবাজারের পাঁচ উপজেলার ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। রোববার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওইসব উপজেলায় ভোটগ্রহণ হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বোয়ালখালীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নুরুল আলম (নৌকা), ভাইস চেয়ারম্যান পদে এসএম সেলিম (উড়োজাহাজ) ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীম অারা বেগম (প্রজাপতি) নির্বাচিত হয়েছেন।

পটিয়ায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মোতাহেরুল ইসলাম চৌধুরী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে তিমির বরণ চৌধুরী (উড়োজাহাজ) নির্বাচিত হয়েছেন।

চন্দনাইশে ভাইস চেয়ারম্যান পদে সোলায়মান অালম ফারুকী (মোমবাতি), মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামেলা খানম রুপা (প্রজাপতি) নির্বাচিত হয়েছেন।

বাঁশখালীতে আওয়ামী লীগের চৌধুরী মোহাম্মদ গালিব, ভাইস চেয়ারম্যান পদে এমরানুল হক (উড়োজাহাজ) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেহেনা আকতার কাজমী (ফুটবল) নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কক্সবাজারের মহেশখালীতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ শরীফ বাদশা (আনারস) নির্বাচিত হয়েছেন।

রামুতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সোহেল সরওয়ার কাজল (আনারস) নির্বাচিত হয়েছেন।

পেকুয়ায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (দোয়াত কলম) নির্বাচিত হয়েছেন।

টেকনাফে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী নুরুল আলম (মোটর সাইকেল) এগিয়ে রয়েছেন।

উখিয়ায় ভাইস চেয়ারম্যান পদে জাহাঙ্গীর আলম (টিউবওয়েল) এগিয়ে রয়েছেন।

Logo-orginal