, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

পটিয়া আল জামেয়ার সমাপনী বর্ষের “খতমে বুখারি শরীফ” অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০৩-২৫ ২০:৫৭:২২ || আপডেট: ২০১৯-০৩-২৫ ২০:৫৭:২২

Spread the love

পটিয়া, চট্টগ্রামঃ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বিদ্যাপিঠ আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার ১৪৪০ হিজরির সমাপনী বর্ষের খতমে বুখারি শরিফের অনুষ্ঠান আজ সকাল ১২ টায় সম্পন্ন হয়েছে। শেষ দরস প্রদান করেন দারুল উলুম দেওবন্দের সম্মানিত মুহতামিম মাওলানা আবুল কাসেম নুমানী দা. বা.।

শেষ দরস প্রদানের সময় তিনি হাদিসের তাফসিরের পাশাপাশি বিভিন্ন নসিহত পেশ করেন এবং সনদ প্রদান করেন। তিনি সনদ প্রদানকালে শর্তারোপ করে বলেন, কেউ যদি আলেম উলামার ‘শান’ বিরোধী কিছু করে তাহলে তার সনদ বাতিল বলে গণ্য হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশে খতমে বুখারি ও এর পানি পড়া নিয়ে যে রীতি শুরু হয়েছে তা ইতিপূর্বে ছিল না। খতমে বুখারির পানিকে জমজমের পানির মতো সম্মান দেয়া হচ্ছে। দেওবন্দ মাদ্রাসাতে কখন খতমে বুখারি হয় তা উস্তাদরাও জানতে পারেন না, বাহিরের মানুষ তো দূরের কথা।
শেষে তিনি দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন। উৎসঃ কওমী ভিশন।

Logo-orginal