, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

Avatar rtm

সাতকানিয়ার কেঁওচিয়ায় রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

প্রকাশ: ২০১৯-০৩-১০ ২১:৫৩:১৫ || আপডেট: ২০১৯-০৩-১০ ২১:৫৭:৩১

Spread the love

সাতকানিয়ার কেঁওচিয়ার নয়াপাড়া গ্রামে রাস্তা দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করার প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করা হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে কেঁওচিয়ার নয়াপাড়ার একমাত্র সড়ক দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন চলাচল করছিল। সম্প্রতি মাদারবাড়ী এলাকার বাসিন্দা সেলিম সড়কের এক পাশ দখল করে জোরপূর্বক নকশাভূক্ত খাস জায়গার উপর গৃহনির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। উক্ত জায়গাটি মানুষ ও যানবাহন চলাচলের রাস্তা বলে জানিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসী। এলাকাবাসী একাধিকবার বাধা দিলেও তিনি নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। গ্রামবাসীকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়া হচ্ছে বলে গ্রামবাসী জানিয়েছে।

গ্রামবাসী জানায়, রাস্তা বন্ধ করে বসতবাড়ি নির্মাণে চলাচলে দুর্ভোগ আরও বেড়ে যাবে।

স্থানীয় কয়েকজন শিক্ষার্থী বলেন, সড়ক দখল করে বাসা নির্মাণ করায় আমাদের চলাচলে ব্যাঘাত ঘটবে।

এ বিষয়ে অভিযুক্ত সেলিম জানান, ‘আমি জায়গা কিনে বাড়ি নির্মাণ করছি।’

রাস্তা দখল করে বাড়ি নির্মাণের বিষয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোবারক হোসাইন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দীপংকর তঞ্চঙ্গ্যার দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

Logo-orginal