, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin admin

হুথি আনসারুল্লাহর হামলায় সৌদি ও সুদানের ৩৭ সেনা নিহত

প্রকাশ: ২০১৯-০৩-১৮ ১৯:০৬:৩৫ || আপডেট: ২০১৯-০৩-১৮ ১৯:০৬:৩৫

Spread the love

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাদের হামলায় সৌদি আরব ও সুদানের ৩৭ সেনা নিহত হয়েছে।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে দুটি আলাদা অভিযানে এসব সেনা নিহত হয়। ইয়েমেনের ওপর সৌদি জোটের হামলার জবাবে ইয়েমেনি সেনারা এসব অভিযান চালায়।

ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ির বরাত দিয়ে চ্যানেল আল-মাসিরা এ খবর দিয়েছে।

গতকাল (রোববার) সৌদি আরবের জিজান ও নাজরান প্রদেশের সীমান্তে অন্তত ১১ সৌদি সেনা ও সুদানের ২৬ সেনা নিহত হয়েছে।

ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা আরো জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়েমেনের সেনারা জিজান ও নাজরান সীমান্তে সৌদি এবং সুদানের ভাড়াটে সেনাদের অবস্থানে একের পর এক হামলা চালায়।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ও আঞ্চলিক কয়েকটি মিত্রদেশ দারিদ্রপীড়িত ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। আগ্রাসনে অংশ নিতে সুদান সেনা পাঠিয়েছে।

Logo-orginal