, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

৯ মাসে কুয়েত ছেড়েছে ২৭,০০০ ফিলিপাইনী, বাংলাদেশির সংখ্যা ২৭১,০০০

প্রকাশ: ২০১৯-০৩-২৫ ১২:৩৩:০৭ || আপডেট: ২০১৯-০৩-২৫ ১২:৩৩:০৭

Spread the love

কুয়েত: ২৭,০০০ হাজার ফিলিপাইনী নাগরিক কুয়েত থেকে চলে গেছে।

দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী ২০১৮ সাল থেকে কুয়েতে ফিলিপাইনী নাগরিকদের সংখ্যা হ্রাস পেয়েছে।

কুয়েত টাইমসে প্রকাশিত সংবাদ সুত্রে প্রকাশ, শুধুমাত্র ২০১৮ সালে কুয়েত ছেড়েছে ২৭ হাজার ফিলিপাইনী।
যাদের অধিকাংশ গৃহকর্মী।

বিদেশী শ্রমিক নির্ভর মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মোট বাংলাদেশির সংখ্যা ২৭১,০০০ যাদের অধিকাংশই বিভিন্ন কোম্পানিতে ক্লিনার হিসাবে কর্মরত।

সবচেয়ে সমস্যাগ্রস্থ বাংলাদেশীরা, বেতন না পাওয়া, একামা সমস্যা-পিছু ছাড়েনা প্রবাসী বাংলাদেশীদের।

কুয়েতে বর্তমানে সবচেয়ে বেশী রয়েছে ভারতীয় নাগরিক, যাদের সংখ্যা ৮৮৯,০০০- এরপর ২য় অবস্থানে রয়েছে মিশরীয়রা তাদের সংখ্যা ৪৮৪,০০০।

৩য় অবস্থানে রয়েছে বাংলাদেশিরা।

প্রসঙ্গত, ফিলিপাইনীদের গৃহকর্মী হিসাবে বেশ কদর রয়েছে কুয়েতিদের নিকট।

তবে ২০১৮ সাল থেকে বেশকিছু ঘটনার প্রেক্ষিতে ফিলিপাইন সরকার মধ্যপ্রাচ্যে তাদের নাগরিকদের সুরক্ষায় জোরালো ভুমিকা রাখে।

Logo-orginal