, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

Avatar rtm

এ্যাড. কামরুন নাহার রচিত গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ২২ এপ্রিল

প্রকাশ: ২০১৯-০৪-২০ ১৯:১৫:২৯ || আপডেট: ২০১৯-০৪-২০ ১৯:১৫:২৯

Spread the love

বাংলাদেশ মানবাধিকার এসোসিয়েশনের চেয়ারম্যান, বিশিষ্ট মানবাধিকার নেতা ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য অধ্যপক এ্যাডভোকেট কামরুন নাহার বেগম রচিত  “আমার দেখা অস্ট্রেলিয়া মহাদেশ এবং এশিয়া ও ইউরোপের  ১৩টি দেশ” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান আগামী ২২ এপ্রিল সকাল ১১টায় নগরীর চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সংগঠনের প্রচার সম্পাদক স ম জিয়াউর রহমানের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড.অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষামন্ত্রী ডা:দীপু মণি এম.পি।

বিশেষ অতিথি থাকবেন, মাননীয় শিক্ষা উপ মন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ সালাম।

উক্ত প্রকাশনা অনুষ্ঠানে সকল সাহিত্যানুরাগী ও সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য প্রকাশনা পরিষদের পক্ষ থেকে অধ্যক্ষ আবদুর রহিম অনুরোধ জানিয়েছেন।

Logo-orginal