, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

আমার হাত পা ফিরিয়ে দাও আমি খেলব: মাহমুদ

প্রকাশ: ২০১৯-০৪-২৯ ১৩:৪৮:৩৪ || আপডেট: ২০১৯-০৪-২৯ ১৩:৪৮:৩৪

Spread the love

মাহমুদ। বয়স মাত্র ৬ বছর, আলেপ্পো, সিরিয়া। বাড়ির পাশে রাস্তায় অন্যদের সাথে ফুটবল খেলার সময় আমেরিকা-ইসরাইলের ছুঁড়া মর্টারের আঘাতে ছিন্নভিন্ন হয় সে। জ্ঞান হারায়। জ্ঞান ফিরে পেয়েই সে আবিস্কার করে যে তার দুই হাত-পা নেই।

“আমার হাত-পা কোথায়? আমার হাত-পা ফিরিয়ে দাও, আমি আমার বন্ধুদের সাথে খেলবো।” তার এমন আবেগপ্রবণ, শিশুশূলভ আবদার, কান্না শুনে তার মায়ের বুক ফেঁটে যায়। সন্তান ও মায়ের গগনবিদারী আহাজারি ও চিৎকারে ভারী হয়ে উঠে হাসপাতাল, সিরিয়ার আকাশ-বাতাস।

কিন্তু এ কান্না-আর্তনাদের খবর বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ানসহ প্রাচ্যের কোথাও ছাপা হয় না।

আমাদের মুসলমান নেতারাও তাই এসব দেখেন না। দেখেও না দেখার ভান করে বসে থাকেন। তাদের ক্ষমতার রশি যে আমেরিকা-ইসরাইলের হাতে।

#Ashikur Rahman এর পোস্ট থেকে সংগৃহীত।

Logo-orginal