, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

ইরানী তেলের উপর আমেরিকার নতুন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা চীনের

প্রকাশ: ২০১৯-০৪-২২ ১৯:৪২:০০ || আপডেট: ২০১৯-০৪-২২ ১৯:৪২:০০

Spread the love

ইরান থেকে জ্বালানি তেল আমদানি পুরোপুরি বন্ধ করার বিষয়ে আমেরিকা যে ঘোষণা দেয়ার পরিকল্পনা নিয়েছে তার নিন্দা জানিয়েছে চীন। বেইজিং বলেছে, আইন অনুসারে ইরানের সঙ্গে তারা সহযোগিতা করছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং আজ (সোমবার) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, “মার্কিন একতরফা নিষেধাজ্ঞার বিষয়ে চীন সবসময়ই বিরোধিতা করে আসছে।” তিনি বলেন, ইরানের সঙ্গে চীনের লেনদেন ‘যুক্তিপূর্ণ ও বৈধ যার প্রতি সম্মান দেখানো উচিত’।

দৈনিক ওয়াশিংটন পোস্ট খবর দিয়েছে- আমেরিকা শিগগিরি ঘোষণা করতে যাচ্ছে যে, সমস্ত আমদানিকারককে দ্রুত ইরান থেকে তেল কেনা বন্ধ করতে হবে, অন্যথায় মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দুজন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আজ (সোমবার) আরো পরে এ বিষয়ে ঘোষণা দেবেন। পম্পেও হচ্ছেন- ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ ও ইরানি তেল বিক্রি শূণ্যের কোঠায় নামিয়ে আনার নীতি গ্রহণের মূল কারিগর।

Logo-orginal