, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

প্রাণঘাতি রোগে আক্রান্ত ভক্ত” পাশে দাড়ালেন আফ্রিদি

প্রকাশ: ২০১৯-০৪-২৪ ১৬:১৭:৩৭ || আপডেট: ২০১৯-০৪-২৪ ১৬:১৮:১০

Spread the love

প্রাণঘাতি রোগে আক্রান্ত ভক্ত। সোশ্যাল মিডিয়ায় চেয়েছেন মহানায়কের সহায়তা। তাতে সাড়াও দিয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি।

ওই ভক্তের নাম মোহাম্মদ আশির। সম্প্রতি নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে টুইট করেন তিনি। তাতে আফ্রিদির সঙ্গে সাক্ষাত করার মনোবাসনা ব্যক্ত করেন।

ওই টুইটে আশির লেখেন, আসসালামুআলাইকুম স্যার, আমি বাহাওয়ালপুরের বাসিন্দা এবং শারীরিকভাবে খুবই অসুস্থ। আমি শরীরের যে পোশাক পরে আছি সেটিও জ্বরাজীর্ণ। আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। পাশাপাশি সাহায্য চাই।

কিছুক্ষণ পরই জবাব দেন আফ্রিদি। টুইটে তিনি লেখেনে, তোমার সঙ্গে যোগাযোগ করার যাবতীয় তথ্য আমাকে পাঠাও।

বুমবুম আফ্রিদি খবু ভালো করেই জানেন কিভাবে ভক্তদের সম্মান করতে হয় এবং তাদের ভালোবাসা ও সমর্থনের জবাব দিতে হয়। টুইটারে সক্রিয় তিনিও। নিয়মিত অনুসারীদের সঙ্গে মিথস্ক্রিয়া করেন।

এ হার্ডহিটিং ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে বিশ্বব্যাপী তার ব্যাপক ভক্ত রয়েছেন। সেই তালিকায় আছেন শ্রেণিপেশা নির্বিশেষে সব বয়সী মানুষ।

আফ্রিদি ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসর নেন। দেশের হয়ে তিনি ২৭টি টেস্ট, ৩৯৮টি ওয়ানডে ও ৯৯টি-টোয়েন্টি খেলেছেন। সুত্রঃ যুগান্তর ।

Logo-orginal