, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

বেগম জিয়ার উপদেষ্টা কাজী আসাদ ইন্তেকাল করেছেন”

প্রকাশ: ২০১৯-০৪-০৩ ১৭:৫৭:০৬ || আপডেট: ২০১৯-০৪-০৩ ১৭:৫৭:০৬

Spread the love

ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদ (৭০) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টার দিকে মারা যান তিনি। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন ।

কাজী আসাদ স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে তার জানাজা শেষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

কাজী আসাদের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

কাজী আসাদ দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী আসাদকে আহ্বায়ক করে ছাত্রদল প্রতিষ্ঠিত হয়। জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে স্বেচ্ছাসেবক দলেরও প্রতিষ্ঠাকালীন আহ্বায়কের দায়িত্ব পালন করেন তিনি।

কাজী আসাদের ঘনিষ্ঠ সূত্র জানায়, দীর্ঘ ৪০ বছর সক্রিয় রাজনীতি করার পরও ঢাকায় তার নিজের কোনো বাড়ি নেই। রামপুরায় দুই কামরার একটি বাসায় ভাড়া থাকতেন। উৎসঃ জাগোনিউজ ।

Logo-orginal