, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

ব্রেকিং নিউজঃ রোহিংগা ক্যাম্পে ভয়াবহ আগুন

প্রকাশ: ২০১৯-০৪-২৪ ১৬:৪৪:৪৬ || আপডেট: ২০১৯-০৪-২৪ ১৮:৩১:০৭

Spread the love

কক্সবাজারঃ রোহিংগা ক্যাম্পে ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে । জানা গেছে আগুনের সুত্রপাত কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পে ।

বুধবার (২৪ এপ্রিল ) বিকাল ২ টার সময় এই আগুনের সুত্রপাত, এক ঘর থেকে অন্য ঘরে ছড়িয়ে পড়ছে আগুন, ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা ছুটোছুটি করছে ।

খবর পেয়ে টেকনাফ ও উখিয়ার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ।

এখনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ।

এই অগ্নিকাণ্ডে একটি মসজিদসহ অর্ধশত ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ১০ জনের অধিক কম বেশি আহত হয়েছে। তাদেরকে স্থানীয় রেডক্রিসেন্ট হসপিটালে ভর্তি করা হয়েছে। এদের পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। স্থানীয়রাও যে যার মত করে আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করে।

আগুন সূত্রপাতের প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস কর্মীরা। বিকেল চারটায় রিপোর্ট লেখাকালে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান জানা যায়নি। গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে স্থানীয়রা প্রাথমিকভাবে জানিয়েছে।

রোহিংগা ক্যাম্পে আগুনদেশটার যে কি হল।আল্লাহ সবাইকে হেফাজত করুন

Posted by ব্রেকিং নিউজ বাঁশখালী, চট্রগ্রাম on Wednesday, 24 April 2019

Logo-orginal