, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

admin admin

সিভিল আইডি ছাড়া কুয়েত ত্যাগ করতে পারবেনা ২০ নং ভিসা হোল্ডাররা

প্রকাশ: ২০১৯-০৪-২২ ১১:৩৩:১৪ || আপডেট: ২০১৯-০৪-২২ ১১:৩৩:১৪

Spread the love

কুয়েত সিটিঃ খাদেম ভিসার একামাধারীরা সিভিল আইডি ছাড়া কুয়েত ত্যাগ করতে পারবে না।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরবী দৈনিক আল কাবাছে প্রকাশিত সংবাদে এই তথ্য নিশ্চিত করা হয়।

কুয়েতে কর্মরত ২০ নং ভিসাধারীরা সিভিল আইডি ছাড়া কুয়েত ত্যাগ বা প্রবেশ করিতে পারিবেনা।

যেসব প্রবাসী নতুন নিয়মে আইডি বানায়নি, তাদের নতুন আইডি বানাতে পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, ২০১৯ সালের মার্চ মাসে প্রবর্তিত নতুন নিয়মে বিদেশী নাগরিকদের পার্সপোর্টে ভিসা নবায়নে কোন স্টিকার লাগাবেনা, তবে সব ডাটা সিভিল আইডিতে সংরক্ষিত থাকিবে।

উক্ত নিয়ম চালুর পর থেকে সিভিল আইডি দেখাতে হবে কুয়েত ত্যাগ ও প্রবেশের সময়।

তবে পার্সপোর্টে বহির্গমন ও প্রবেশ সীল অবশ্য থাকতে হবে।

Logo-orginal