, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

দিল্লী আবারো বিজেপির দখলে” বিজেপি ৩২১ কংগ্রেস ১১৫

প্রকাশ: ২০১৯-০৫-২৩ ১২:৪৫:০৫ || আপডেট: ২০১৯-০৫-২৩ ১২:৪৫:০৫

Spread the love

দেশের চতুর্দশ প্রধানমন্ত্রী হিসেবে ৭ নম্বর লোককল্যাণ মার্গের ঠিকানাতেই কি থাকবেন নরেন্দ্র মোদী? না কি পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে অন্য কেউ দখল নেবেন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের? বুথফেরত সমীক্ষার সম্ভাবনাকে পিছনে ফেলে আজ সরাসরি এই প্রশ্নের উত্তর পাওয়ার দিন। আজ বেলা যত গড়াবে, ততই স্পষ্ট হয়ে যাবে কার দখলে যাচ্ছে দিল্লির কুর্সি।

দেশটির ১৭তম লোকসভা নির্বাচনের ভোট গণনা সারাদেশে একযোগে শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল ৮টায়। এখন রিপোর্ট লেখা পর্যন্ত খবর অনুযায়ী ঘোষিত ফল ‘প্লাস’ এগিয়ে থাকা আসনে বিজেপির আসন সংখ্যা বেশি (৩২১টি)। দুই নম্বরে থাকা কংগ্রেসের আসন ১১৫টি। এছাড়া, ১০৪টি আসনে অন্যান্য দল এগিয়ে আছে। সূত্রঃ আনন্দবাজার ।

Logo-orginal