, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

admin admin

মুস্তাফিজ ফেরান রোস্টন চেজকে” চাপে ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশ: ২০১৯-০৫-১৩ ১৭:৪৭:৪৭ || আপডেট: ২০১৯-০৫-১৩ ১৭:৪৯:০০

Spread the love

ব্যাটিংয়ে নেমেই ঝড়ো ব্যাটিং শুরু করে উইন্ডিজ। পরেই তাদের ব্যাটিংয়ের লাগাম টেনে ধরেছে বাংলাদেশ দলের বোলার। ওপেনার সুনীল আমব্রিসকে প্রথম আউট করেন মাশরাফি মর্তুজা। দারুণ এক ক্যাচ নেন সৌম্য সরকার। পরে মেহেদি মিরাজ ফেরান ড্যারেন ব্রাভোকে। মুস্তাফিজ তার দ্বিতীয় ওভারে এসে ফেরান রোস্টন চেজকে। চতুর্থ ওভারে তুলে নেন জোনাথন কার্টারকে।

সর্বশেষ খবর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ২৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০০ রান তুলেছে। ঝড়ো শুরু করা আমব্রিস ১৯ বলে ২৩ করে ফিরে যান। পরে ব্রাভো ফেরেন ৬ রান করে। চেজ খেলেন ১৯ রানের ইনিংস। কার্টার সেট হওয়ার আগে ৩ রানে ফেরেন। তবে ওপেনার শাই হোপ ৪৭ রান করে ক্রিজে আছেন। তার সঙ্গী জেসন হোল্ডার।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল আমব্রিস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, আর্সলি নার্স, কেমার রোচ, শেলডম কটরেল, রেমন রেইফার।

Logo-orginal