, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

লিচু চুরি’ করতে গিয়ে মার খেল ছাত্রলীগের দুই নেতা

প্রকাশ: ২০১৯-০৫-০৮ ১৫:৪৮:৩৩ || আপডেট: ২০১৯-০৫-০৮ ১৫:৫১:২৬

Spread the love

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতা রাতে লিচু ‘চুরি’ করতে গিয়ে মার খেয়েছেন; যাদের মধ্যে একজনের হাত ভেঙে গেছে।

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের পেছনে বাগানে লিচু চুরি করতে গেলে তাদের মারধর করা হয়। খবর বিডিনিউজের ।

আহতরা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কানন ও উপ-আন্তর্জাতিক সম্পাদক মেহেদি হাসান।

তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, “রাতে ওরা লিচু পাড়তে গেলে বাগান লিজ নেওয়া লোকজন মারধর করে। এতে কাননের দুটি হাতই ভেঙে গেছে। মেহেদীর মাথায় ও পায়ে গুরুতর জখম হয়েছে।“
তিনি জানান, তাদের দুইজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে এ বিষয়ে জানানো হয়েছে।

তবে তিনি মারধরকারীদের নাম-পরিচয় বলতে পারেননি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি খবর পেয়েই হাসপাতালে এসেছি। আমাদের উপ-উপাচার্য আনন্দ কুমার সাহাও এসেছেন।”

ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। এ ঘটনায় মামলার পর পুলিশ একজনকে আটক করেছে।

Logo-orginal