, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

অবরোধ তুলে নিলেই আলোচনা হবে শত্রু ট্র্যাম্পের সাথে, ইরান

প্রকাশ: ২০১৯-০৫-২২ ১৭:৪৬:২৮ || আপডেট: ২০১৯-০৫-২২ ১৭:৪৬:২৮

Spread the love

ইরানের বিরুদ্ধে যেকোনো নিষেধাজ্ঞা আরোপকে তেহরান যুদ্ধ বলে বিবেচনা করে জানিয়ে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ নেতার প্রতিনিধি সাঈদ জালিলি বলেছেন, শত্রুরা বলছেন- তারা যুদ্ধে আগ্রহী নয়; বরং ইরানের সঙ্গে আলোচনায় বসতে চান। কিন্তু এর জন্য তাদের ইরানের ওপর আরোপিত সব অবরোধ তুলে নিতে হবে।

তেহরানে একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা যুদ্ধ চান না বলে দাবি করেন। অথচ তাদের আরোপিত অর্থনৈতিক অবরোধ ও নিষেধাজ্ঞার কারণেই সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণেই যুদ্ধ বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন দেশটির সাবেক এ প্রধান পরমাণু আলোচক।

সাঈদ জালিলি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা নিষেধাজ্ঞা বাড়ানো এবং ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির ঘোষণা দিচ্ছেন। এগুলো কী ইরানিদের বিরুদ্ধে যুদ্ধ নয়?

যুক্তরাষ্ট্রের কোনো চাপের কাছে ইরান কখনও মাথানত করবে না জানিয়ে তিনি বলেন, ইরান গঠনমূলক আলোচনা চায়। তবে তেহরান অবশ্যই তার স্বার্থ ও মূল্যবোধ রক্ষা করবে, আলোচনায় বসবে। যুক্তরাষ্ট্রের কোনো চাপের কাছে আমরা মাথানত করব না। উৎসঃ যুগান্তর।

Logo-orginal