, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin admin

ইহুদীদের নজরদারীতে আল আকসা মসজিদে দুই লাখ মুসল্লির নামাজ আদায়

প্রকাশ: ২০১৯-০৫-১৮ ১৩:৩১:৪৫ || আপডেট: ২০১৯-০৫-১৮ ১৩:৩১:৪৫

Spread the love

ইসরাইলি পুলিশের ব্যাপক তল্লাশির মধ্যেও রমজানের দ্বিতীয় জুমায় ফিলিস্তিনের আল আকসা মসজিদে দুই লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন।

আল আকসার ওয়াকফ কাউন্সিলের পরিচালক আজ্জাম আল খতিব আনাদলুকে জানান, রমজানের দ্বিতীয় জুমায় আল আকসার ভেতর ও বাইর মিলে দুই লাখেরও বেশি মুসল্লি জুমার নামাজে অংশ নিয়েছেন।

তিনি জানান, ইসরাইলি নিষেধাজ্ঞা সত্ত্বেও ফিলিস্তিনিরা সব সময় রমজান মাসে আল আকসা মসজিদে শুক্রবার নামাজ আদায় করতে আসেন।

দখলদার ইসরাইলি বাহিনী কেবল মাত্র চল্লিশ বছরের বেশি ও ১২ বছরের কম বয়সী পুরুষদের মসজিদে প্রবেশে অনুমতি দিয়েছিল।

আনাদলুর স্থানীয় সংবাদদাতা জেরুজালেমের ওল্ড সিটির প্রবেশদ্বার এবং আল-আকসা মসজিদের প্রবেশপথগুলোয় ইসরাইলি পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেছেন।

মুসল্লিদের প্রবেশের সময় তল্লাশি করছে ইসরাইলি বাহিনী
মুসল্লিদের প্রবেশের সময় তল্লাশি করছে ইসরাইলি বাহিনী

ইসরাইলি বাধা উপেক্ষা করে ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল থেকে আল আকসায় জুমা আদায় করতে আসায় বিষয়টির প্রশংসা করেন মসজিদের খতিব শেখ ইসমাঈল নুহদাহ।

জুমার খুতবায় তিনি বলেন, বিভিন্ন এলাকা থেকে মুসলমানদের আল আকসায় ছুটে আসার বিষয়টি প্রশংসনীয়।

শেখ নুহদা বলেন, এভাবে লাখো মুসল্লির আগমন তাদের মসজিদটিকে আটকে রাখার ব্যাপারে একটি সুস্পষ্ট বার্তা দিয়েছে। সুত্রঃ যুগান্তর।

Logo-orginal